আইরিন সুলতানা লিপি
===============
অকুলে ভাসালে পিয়া নিদারুন ফাঁকি দিয়া
হয়ে রলি হৃদ মাঝে ছবি,
কষ্টের দাহে তে পুড়ি উদাসিনী পথে ঘুরি
বুলি শুনে লোকে কহে কবি।
নহে মোর গীতি তাহা সুরে লোকে শুনে যাহা
গীতে মোর বিরহের বাণী,
পাছে লোকে চুপি হাসে কটু কথা বলে পাশে
পোড়ামন ক্ষত হয় জানি!
তুমি সখা আছো সুখে দাবানল মোর বুকে
ডাইরিটা হল মোর সাথী,
অশ্রু ঝরে নিশি রাতে বলি কথা নিজ সাথে
জ্বালা লাগে আজ চন্দ্র বাতি!
রজনী যায়না দূরে স্মৃতিরা আসে যে ঘুরে
কাব্য মোর করে ছোটা ছুটি,
চরণের ধ্বনি শুনি পথ চেয়ে দিন গুনি
কবে কথা ধরে হাত দুটি।
অনলে পুরিয়া হিয়া তবু ডাকি পিয়া পিয়া
শেষকালে এসে দেখা দিও,
রেখে যাব যত স্মৃতি বিরহের দুঃখ গীতি
সমাধিতে ফুলে ভরে দিও!