কলমে: শেখ আশরাফ
হয়তো আর কোনোদিন তোমার সাথে হবে না আমার দেখা অজয়ের কাশ ভরা চরে…
হয়তো আর কোনোদিন তোমার কথাদের সাথে আমার কথারা করতে পারবে না আড়ি আড়ি ভাব ভাব মানুষের ভিড়ে…
হয়তো আর কোনোদিন তোমার কণ্ঠে উচ্চারিত হবে না আমার কবিতার অন্তমিল প্রেমের নীড়ে…
তবুও শরৎ এলে আমি শিশির মাখা দূর্বা মাড়িয়ে খুঁজবো তোমার ভিজে আঁচল।
হয়তো আর কোনোদিন তোমার ঠিকানাহীন ঠিকানায় লেখা চিঠিগুলি জমা হবে না ডাকবাক্সের উদরে…
হয়তো আর কোনোদিন আমার ক্ষুধার্ত অপেক্ষারা তোমার অপেক্ষায় বসে থাকবে না চায়ের দোকানে ভাঙা বেঞ্চের অন্তরে …
হয়তো আর কোনোদিন তোমাদের বারান্দায় মাধবীলতা ছুঁয়ে আসবে না আমার আনমনা মন হৃদয়ের গভীরে…
তবুও বসন্ত এলে আমার আবির মাখা দুই হাত খুঁজবে তোমার গোলাপি নিটোল গালের টোল।
হয়তো আর কোনোদিন জয়ন্তীর নুড়িপাথরে হাতে হাত রেখে হাঁটবে না তোমার আমার যুগলবন্দী চরণ…
হয়তো আর কোনোদিন আমাদের চোখে ভাসবে না রাতের আকাশের বুক চিরে উল্কার পতন…
হয়তো আর কোনোদিন চুপির বিলে নৌকার তনুমনে আওড়াবে না অভিসার কবিতার ভৈরবী উত্তরণ…
তবুও হেমন্ত এলে রাতের আকাশে খুঁজবো তোমার পছন্দের সপ্তর্ষিমন্ডল আর শুকতারাদের সংসার।
হয়তো আর কোনোদিন প্রান্তিকের মোরাম রাস্তায় সাইকেল চড়ে যাওয়া হবে না সোনাঝুরির হাট…
হয়তো আর কোনোদিন গোধূলির আলোলিকা মাখতে মাখতে দেখা হবে না পালুন্দির ময়নাতলার মাঠ…
হয়তো আর কোনোদিন পূর্ণিমার রাতে দুজনে নিন্দুক চোখের আড়ালে দেখা হবে না রুপালি রূপসা নদীর ঘাট…
তবুও শীত এলে উপনগরীর মোড়ে বাতা বিছানো বেঞ্চে মাটির ভাঁড়ে তোমাকে খুঁজবো হাজার বার।
NESTLESS BIRD
SK ASRAF
Maybe I will never be with you again in the catkin filled breast of Ajoy basin…
Maybe someday my words will not be able to match your words in the crowd of people bean…
Maybe never again your voice will be uttered in my poem’s love nest green…
Yet when autumn comes, I will trample the dew-smeared Durba grass and seek your wet embrace.
Maybe never again will letters written to your unaddressed address pile up in the belly of the mailbox…
Maybe never again my hungry waits will sit waiting for you inside the broken bench of the tea shop rocks…
Maybe I will never touch your balcony Madhobilota in the middle of my gentle heart docks…
Yet when the spring comes, my hands will look for your rosy chubby cheeks grace.
Maybe we will never walk hand in hand on the pebbles of Jayanti river…
Maybe we will never see a meteor falling through the chest of the night sky dear…
Perhaps never again will the Chupi watery land of the boat’s hull cover the bleak passage of sensational poem lyre…
However, when Late Autumn comes, I will look for your favourite family, the wain and the morning of stars in the night sky.
Maybe we will never ride a bicycle on the dusty street of Sonajhuri…
Maybe never again will see the twilight of Palundi’s field moinatola deary…
Maybe never again on the night of the full moon, the two will not see each other behind the cynical eyes of the ghats of the river Rupsa silvery…
Still, when winter comes, I will look for you a thousand times in a clay pot on a bench spread out at the intersection of the suburbs admire.