লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
_______________________________________
‘ক্ষমতা’ এক মিষ্টান্নের মত!
মিষ্টি স্বাদে করে মাতাল
পিঁপড়ার মত উৎপেতে রয়
স্বাদের মস্তিতে করে লাফালাফি।
‘ক্ষমতা’ এক সাধের বিয়ে!
আশা করে বসে ফের আসনে;
বিবর্ণতা আসে সাধে…
ঝোঁক গেড়ে বসে স্থায়িত্বে,
ক্ষমতার লোভে সব বিসর্জন দে।
‘ক্ষমতা’ এক ফুলের মত!
সুবাস ছড়ায় সর্ব জায়গায়;
কীট-পতঙ্গ নেয় মধু,মানুষ নেয় ঘ্রাণ।
পতঙ্গ আর মানবের বিষাক্ত ছোঁয়ায়,
ফুল হারায় তার মান।
‘ক্ষমতা’ এক জলের মত!
সর্ব জায়গায় করে ধারণ,
সুযোগ বুঝে কুচক্রীমহল
গেঁড়ে বসান কূপ।
স্বচ্ছ জল ঘোলা করে
চাঁপায় দেয় জলের দোষ।
‘ক্ষমতা’ র লোভে নানাবিধ উপায়ে
বর্ণচোরায় কাড়ে মন,
তাদের উপর দেশ-দশ সব
হারায় বারবার আস্থার মান।।
_________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।