এখনো কাঁপে বুক করে ধক ধক
মনে যখন পড়ে হে আমার স্কুল শিক্ষক
ভয়ে নয় শ্রদ্ধায় নত করি মাথা
মনে পড়ে ছোটবেলার কতশত কথা।
মা বাবার পরেই তোমায় রেখেছি মাথার উপর
শিক্ষক দেখলেই পেতাম ভয় ঢর
কত যে বকুনী আর পিটুনি খেয়েছি
ভালোবেসে সবকিছু মেনেও নিয়েছি।
তোমরা ছিলে দেবতূল্য মানুষ গড়ার কারিগর
সন্তানের মতো ভালোবাসতে ছিল না তো আপন পর।
অর্থ বিত্তের হাতছানি করতে তোমরা উপেক্ষা
আদর্শ আর সম্মান নিয়ে দিতে মোদের দীক্ষা।
আজকে যখন অধপাতে গোটা শিক্ষা ব্যবস্থা
ছাত্র ছাত্রী কাছে তোমরা হারিয়েছো আস্থা
ভয়াবহ এই দুর্যোগে তোমাদের স্মরণ করছি শিক্ষাগুরু
ফিরিয়ে আনো সেই দিনগুলো সব, কর নতুন প্রভাত শুরু।