(১)
ওগো ছেলে, একবার
তোমাকে কাছে পেলে
নিজেকে অবাধে দিব মেলে
চোখ,গাল, গলা বেয়ে
চুমু খাব বুকে
হৃদয় যেখানে থাকে, সেই তল্লাটে।
একবার পাশে এসে, বসো গা ঘেঁষে
নিজেকে বিলিয়ে দেব একগাল হেসে।
(২)
দিন যাচ্ছে, বয়স বাড়ছে
বাড়ছে তবু সাধ
তোমার ছোঁয়ায় আগের মতোই
বইছে জলপ্রপাত।
(৩)
তোমাকে দেখি না বহুদিন
চোখ দুটো ক্ষয়ে ক্ষয়ে যায়
হৃদয় কিনারা বেয়ে
ব্যথার স্রোত বয়ে যায়।
লেখক:-
আশফিকা আঁখি,
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল-
ঢাকা বাংলাদেশ।