মোঃ সুমন মোল্লা, ভাংগা প্রতিনিধি:
অবাক দৃষ্টিতে অবুঝ শিশু চারদিকে পিতাকে খুঁজতেছে! সে জানে না তার বাবা হয়তো আর কোনদিনই বাড়ি ফিরে আসবে না, দালালদের খপ্পরে পরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরের মধ্যেই হয়েছেন সলিল সমাধি ।
ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর এলাকার মৃত মোতালেব শিকাদারের পুত্র আবুল কালাম শিকদারের সাথে ঘটেছে। ইউরোপের দেশে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিহত হয়েছেন এমন খবর পাচ্ছেন স্বজনেরা।
উল্লেখ্য এই নৌকার ২ যাত্রী ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় । তাদের নিহতের কথা বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছে পরিবার।
আবুল কালামের স্ত্রী সাবিহা বেগম জানান, গত বছরের স্থানীয় প্রতিবেশী কয়েক মাস আগে স্থানীয় দালাল রফিকের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে ৭ লাখ টাকা দেয়। এরপর গতবছর সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে বাড়ি থেকে লিবিয়া যাওয়ার উদ্দেশ্য ঢাকা যায়। পরবর্তীতে ঢাকা থেকে লিবিয়া যায়। এরপর আবুল কালামেল স্ত্রী ৩ লাখ টাকা বাংলাদেশ থেকে একটি বেসরকারী ব্যাংক হিসাবে জমা দেয় এবং লিবিয়া থেকে আরো ৪ লাখ টাকা আবুল কালাম দালাল রফিক শিকদার কে দেন। এরপর এ বছর জানুয়ারির মাসে ২৪ তারিখে এক ভয়েস রেকর্ড এর মাধ্যমে জানান হয় ২৫ তারিখে তারা ভূমধ্য সাগর পারি দিবে দালাল রফিক শিকদার জানিয়েছে। এরপর আর কোন খোঁজ খবর নেই। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ দালালদের সাথে কথা বলে জানতে পারেন তাদের বহন করা নৌকা ডুবি হয়েছে। নৌকায় থাকা প্রায় সকল আরোহী মারা গেছেন।
এই বিষয়ে আবুল কালামেল বড় ভাই গিয়াস উদ্দিন শিকাদার বলেন, আমরা দালাল রফিক শিকদারের সাথে একাধিকবার কথা বলছি সে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন। এখন আমরা জানি না আমার ভাইয়ের সাথে কি হয়েছে। আমরা আমার ভাই কে ফেরত চাই।