কলমেঃ মোহাম্মাদ নাঈম কাকন
===================
ফেব্রুয়ারি একুশ টানে
আমরা করি বরণ,
যাদের ত্যাগের রক্তদানে
আজও করি স্মরণ।
তাদের চিহ্নে গগণ উড়াই
স্বাধীন পতাকা,
হাজার প্রাণের বিনিময়
মানচিত্রে আঁকা।
যাদের রক্তে মায়ের ভাষা
আমরা চিনেছি,
সালাম রফিক জব্বার শফিক
বীর মেনেছি।
মায়ের ভাষা বাংলা ভাষা
শ্রেষ্ঠ সেরা ধন,
যাদের জন্য পেলাম মোরা
ভুলবোনা কখন।
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা
যাদের রক্তে কেনা,
একুশ এলে পুষ্প দিয়ে
করি সম্মাননা।