এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বারইখালী ফেরিঘাট এলাকায় মারকায ওমর আল ফারুক মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহের রায়হানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনয়ির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম- আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাবেক ছাত্রদল নেতা জিএস রিপন, যুবদল নেতা আব্বাস মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান কুদ্দুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গভায় এ সময় প্রধান অতিথি মো. ইব্রাহিম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের সকল বিষয়ে তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।