গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন আকর্ষিক অভিযান পরিচালনা করেছে।
রোববার (২ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকা থেকে সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় জাফলং জিরো পয়েন্টে ট্রাক প্রবেশের জন্য বানানো রাস্তায় উঁচু বাঁধ ও ড্রেইন খুড়ে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে পাথর বোঝাই ৯টি নৌকার মালামাল নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া অস্থায়ীভাবে শ্রমিকদের থাকার জন্য তৈরি করা ৫টি ঘর ভেঙে ফেলা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার এএসআই মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।