ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
====================
এসো এসো বসন্ত রাঙা,
বন বনানী আজ হউক চাঙা।
পলাশ-কুসুমে রঙিন শাখায়,
নতুন প্রাণে দোলা লাগায়।
মাধবী ফুলের সুবাস ছড়াও,
কোকিলের গানে মধুরতা আনাও।
হাসুক ধরা রঙিন বেশে,
নতুন দিনের নতুন রেশে।
ফাগুন বাতাস ছুঁয়ে যাক,
মন জুড়িয়ে জোছনা ঢাক।
ধূলায় ধূলায় ওড়াও রং,
আকাশ জুড়ে দিও ঢং।
গান হয়ে আসো হৃদয় কোণে,
নাচুক প্রাণ দুলে ফুলো বনে।
এসো বসন্ত, দাও আলো,
ভরাও মোর প্রাণের থালো।