মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চটগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রেয়ারী, বুধবার দুপুর সাড়ে বারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মাসিক সমন্বয় সভা শুরু হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডা. ইকবাল হোসাইন বলেন আন্ত:বিভাগ /বহি:বিভাগে আগত সেবা গ্রহিতাদের আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদান করতে হবে। লেবার রুম সজ্জিত করে ডেলিভারি সেবার সুন্দর পরিবেশ প্রদান করার নিদের্শনা প্রদান করেন। ডেলিভারি সেবায় অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে কোন টাকা পরিশোধ না করার জন্য সেবা গ্রহীতাদের অবহিত করেন। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রত্যয়নপত্র স্বাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদানে নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের প্রতিটি বিভাগ সজ্জিত করনের নির্দেশনা প্রদান করেন। আইএমসিআই কর্ণার নতুনভাবে সজ্জিত করনের ব্যবস্থা করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে হাসপাতালের আয়া,পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।