কলমেঃ আকিকুর রহমান তালুকদার
=====================
জ্ঞান অন্বেষণ করো তোমরা
বইয়ের ভাঁজে ভাঁজে,
জ্ঞান পরিধি বৃদ্ধি করে
লাগাও দেশের কাজে।
জ্ঞানী গুণীর জ্ঞানের বাণী
বইয়ের পাতায় লেখা,
খুঁজে পাইবে সৃষ্টি অনেক
তাদের হাতের রেখা।
সকল প্রকার জ্ঞানের আলো
আছে পাতায় পাতায়,
লিপিবদ্ধ লেখেন লেখক
রঙিন স্বপ্ন খাতায়।
জ্ঞানের কথা জানতে হলে
পড়ে দেখো পুঁথি,
অন্ধকার সব দূরে যাবে
দেখবে জ্ঞানের জ্যোতি।
বইয়ের মাঝে সভ্যতার ঘ্রাণ
আছে আলোর বাণী,
যুগে যুগে অন্বেষণে
হয়েছে অনেক জ্ঞানী।