বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

আজকে অনেক সাংবাদিক আমাকে নিয়ে লিখবেন বলছেন। আমি কে তার প্রমাণ দেবেন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

অথই নূরুল আমিন
============

অনেক সাংবাদিক গণ কয়েকদিন ধরে অনেক কথাই আমাকে বলছেন। ফেসবুকের সকল পোষ্ট তাদের সংরক্ষণে আছে। আপনি কোন দলের ইত্যাদি ইত্যাদি। আমি যে কে তারা হয়তো এটা ভালো করে জানেই না।

২০০২ সালে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কে আমি পরামর্শ দিয়েছিলাম। তারা তাও জানে না, আজকের অন্তর্বর্তীকালীন মাননীয় সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ২০০৭ এ একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। সেই রাজনৈতিক দল গঠন বন্ধ হয়েছিল আমার একটি প্রবন্ধ অনুসরণ করে এবং দল গঠন প্রক্রিয়া বন্ধ করে দেন তিনি। সেই প্রমাণও আমার কাছে আছে।
আমি ইরাকের যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে পরামর্শ দিয়েছিলাম। যে পরামর্শ দৈনিক ইনকিলাব পত্রিকায় ছাপা হয়েছিল।
২০১৬ সালে ডোনাল ট্টাম্পকেও আমি পরামর্শ দিয়েছিলাম।

আজকে যারা আমাকে কোন একটি দলের সনাক্ত করতে চেয়েছেন। তারা হয়তো জানেন না। ২০১৯ এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কলাম লিখেছিলাম। বলেছিলাম আপনি আওয়ামী লীগের যে ক্ষতি একাই করেছেন। বাংলাদেশের সকল বিরোধীরা মিলেও এত ক্ষতি করতে পারেনি।

আমি সেদিন বলেছিলাম। ছাত্রলীগ থামান। ওরা তো পাগলা কুকুরের মত আচরণ করছে। আমি বলেছিলাম ডা. দীপু মনি শিক্ষা সব নষ্ট করে দিচ্ছে।

২০০২ সালে আমি সেদিন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে একটি পরামর্শ দিয়েছিলাম।
আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী কে নিয়ে ২০০৩ সালে বলেছিলাম। তাদের সদস‍্য সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করতে পারলে, সকল শ্রেণি পেশার লোকদের কে দলে সম্পৃক্ত করতে পারলে যেকোন সময় একক ভাবে ক্ষমতায় আসা সম্ভব।
আমি একটা সুন্দর আদর্শকে পছন্দ করি। দেশের সাধারণ মানুষজনেরা ভালো থাকবে। সেই মর্মে আমি কলাম লিখি। গত পনেরো বছরে আমি কোনো মন্ত্রী এমপির সাথে সেলফি তুলিনি। কারণ আমি কোন তোষামোদ কারী নই। আর তোষামোদ কারী না হলে কোন দল তাকে কর্মী বানায় না।
সবাই আমার অগ্নিচিঠি বইটি পড়ুন। আমার পরিচয় জানতে পারবেন। আমার লেখা বই ” আমার যুদ্ধ কলমে ” বইটি পড়ুন। তাহলে সবাই জানতে পারবেন। আমি কে?
অযথা আমাকে কোনো রাজনৈতিক দলের বাবা মা আত্মীয় বানিয়ে দিয়েন না। অপ্রিয় সত্য কথা বললে আপন বাবা মায় তো অবাধ‍্য সন্তান বলে গালী দেয়। তাহলে আমাকে দল নিবে কেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত যত সরকার ক্ষমতায় এসেছে। তারা সবাই দুর্নীতি করেছে। আর আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করে আসছি।

যাকে বলে প্রতিবাদী লেখা। ভালো মন মানসিকতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আশা করি আমার পক্ষেই লিখবেন। পরিবেশে বলতে চাই। আমি কোন এজেন্ডা বাস্তবায়নে কাজ করি না।আমি জানি কোন এজেন্ডা বাস্তবায়ন কারীরা সবসময় জাতির শত্রুতে পরিণত হয়। দুইদিন আগে বা দুদিন পরে। আমাদের আরেকটি সমস্যা হলো, যখন যে দল ক্ষমতায় আসে তারাই মনে করে। তাদের ক্ষমতা আর যাবে না। কথাটি সবসময় মনে রাখবেন। আজকে এই পযর্ন্তই সবাই ভালো থাকবেন।

————————
অথই নূরুল আমিন,
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102