কলমে: এম এ লতিফ
তুমি দেখোনি মেঘের আকাশ
দেখেছো আবেগের দুচোখের জল
যে জল নয় মেঘের আকাশ
তবু যে বর্ষন মুখর বয়ে যায় অবিচল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
বিধাতার নয়নাভিরাম অপূর্ব সুন্দর কৌশল,
নয় পদ্মা নয় মেঘনা নয় যমুনা
তবু যে আবেগে ঘনীভূত হয় ব্যথার জল,
মিশে যায় মোহনায় নানা যন্ত্রণায়
দিন শেষে শুধুই স্বপ্নীল দুঃখের নদীতে করে চলাচল!
তুমি দেখোনি সুনামির জলোচ্ছ্বাস
মহা প্রলয়ের কতটা বিভৎসতা ভয়ংকর,
বিধাতা নারাজ হলে
প্রকৃতির রূপ রেখা যেন বিমূর্তী ধারণ,
তুমি করো স্মরণ বিধাতাকে
যতক্ষণ বেঁচে আছে তোমার জীবন,
হয়তো তুমি ভেবেছো জীবনটা স্বপ্নীল
স্বপ্ন ছোঁয়ায় নানা বর্ণীল,
এমন তো কভু হবার নয় জীবন,
স্বপ্নগুলো ভেঙে যায়
কাঁচের টুকরোর মতো যখন তখন!
তুমি দেখোনি মেঘের আকাশ
দেখোনি রংধনুর ঐ রঙ ক্ষণিকের চমক,
সৃষ্টি বলয় আজব লীলা
আবেগের দুচোখের জল ঝরছে নিশিদিন,
বিধাতার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক ঝলক!