নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র উদ্যোগে (৮ ফেব্রুয়ারি শনিবার) সকাল ১০ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে (৩য় তলা) ফ্যাসিবাদ পতনের ৬ মাস, জনপ্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র ঢাকা বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না, কিন্তু শারিরীক অসুস্থতা জনিত কারনে তিনি উপস্থিত থাকতে পারেন নি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মাওলানা মোঃ মামুনুর রশীদ খান ইউসুফী পীর ছাহেব, তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকার বাংলার জনগনের ঘাড়ে জগদ্দল পাথরের মত ছেপে বসেছিল কিন্তু দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়, তিনি আরও বলেন এইদেশে আর কোনো স্বৈরাচারীর জম্ম হতে দেওয়া যাবে না, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)।তিনি তার বক্তব্যে বিগত স্বৈরাচার হাসিনা সরকারের ১৬ বছরের শাসনের কড়া সমালোচনা করেন,বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যাপক দুর্নীতি,খুন, গুম,দুঃশাসন ও অর্থপাচারের কথা স্বরন করিয়ে দেন,এমন ফ্যাসিস্ট সরকার যাতে আর ভবিষ্যতে ফিরতে না পারে তার উপর গুরুত্বারোপ করেন,তিনি ইউনুস সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন অতিদ্রূত সংস্কার কাজ শেষ করে পতিত স্বৈরাচার খুনীদের বিচার করে নির্বাচন দেওয়ার তাগিদ দেন।
এছাড়াও এনসিবি ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,শত শত নেতাকর্মীর উপস্থিতির মধ্যদিয়ে মুহুর্মুহু স্লোগানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।