কলমেঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
পুরুষ গড়েছে বেশ্যালয়, নারী দেয় দেহ
জানেনা খরিদদার, পিছের ইতিহাস কেহ!
পুরুষে বানায় নারীকে, ছলে বলে বেশ্যা
রাতে ভোগী সেই পুরুষ, দিনে বানায় চরিত্রহীনার কেচ্ছা!
আপন মানুষ হয়ে যায় পর
বলে ছিল, একইসাথে বাঁধবে ঘর,
তা-ও কি ক্ষুদ্র প্রানটা, সয়,
একই নিয়ম শহর কিম্বা গায়
ধনী গরীব কি’বা আসে যায়?
ইচ্ছে করলে পারে না নারী ভুলতে
কাঁটার জন্য পারে না ফুল তুলতে,
কেন হোলো দেখা তার সাথে
কেন চুপি চুপি এলো সে রাতে,
কথা দিলো বকুল তলায় বসে
কুড়ি ফুলের মধু নিলো চুষে!
হায়রে নারী বিমূঢ়, অগচন্ডী তুই
তুই কি সব চাষীর ফলা চালানো ভুই?
না-জেনে মন ভ্রমরের গুন-গুন শুনে
বিলিয়ে দিলি, দেখলি না ভাগ্য গুণে!
এমনই করে কাঁদছে হাজার নারী
হয়নি কভু তাদের ঘরবাড়ি,
ভালোবাসার ভান করে সব লুটে
পড়েছে পুরুষ যুগ-যুগান্তর কেটে!
পতিতা পল্লী হয়েছে তাদের ঠাই
কলঙ্ক ঘুচতে আশ্রয় কারো চাই,
কুমারীর সন্তান, পেটের অন্ন
গণিকা লয়, সে নারীর অন্যন্য!
যুগে যুগে তাই নারী করেছে ভীড়
কোন পুরুষ, তাক করেছিলো তীর,
সেচ্ছায় নারী বেশ্যালয় বেঁধেছে ঘর
আপন মানুষ করেছে তাকে পর!