কলমেঃ সুজন কুমার রায়।
================
শব্দহীন নিশীথে জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে প্রকৃতির ক্ষত-বিক্ষত রূপমোহ দেখিতে পাই,
রাত্রির স্নিগ্ধ সিক্ত সমীকরণে ভেসে আসা ফুলের ঘ্রাণে শূন্যতার মাঝে নিজেকে হারাই।
সুনির্মল বাতাসের মৃদু আলিঙ্গনে প্রস্ফুটিত পুষ্প গুলো নিশীথ প্রাঙ্গনে সুবাস ছড়ায়,
বিস্তৃত আকাশের মাঝে দিগ্বিদিক ছুটে চলা তারা গুলো জ্যোৎস্নার পূর্ণ কিরণে উজ্জ্বলতা হারায়।
সৌন্দর্যের অপরূপ সমারোহে রাত্রির মাঝে জুঁই এর সাথে রজনীগন্ধা ফুটে,
নিস্তব্ধ রাত্রি- জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে প্রকৃতি রূপময় হয়ে ওঠে।
সিক্ত প্রাণের উৎসে স্নিগ্ধ সুরভী সুবাস ছড়ায় মুগ্ধতায় ভরে ওঠে মন,
জ্যোৎস্নার আলোক উজ্জ্বলতার কিরণে দৃষ্টি হারায় এ এক অনন্য অবলোকন।
সু-শীতল বাতাসের মৃদু আলিঙ্গনে সুবাসিত প্রকৃতি জ্যোৎস্না বিলাসে মুগ্ধতা খুঁজে পায়,
জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে নিস্তব্ধ রাত্রির মাঝে সুনির্মল সমীকরণ বয়।
সৌন্দর্যের অপরূপ সমারোহে সুশোভিত নিশীথ প্রাঙ্গন ফুলের সৌরভে ভরে।
শব্দহীন নিশীথে জ্যোৎস্নার রূপ মাধুরী আপ্লূত হৃদয়কে অভিভূত করে।
কবি পরিচিত:
সুজন কুমার রায় ২০০১ সালের ২০ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সবুজ শ্যামলে ঘেরা উত্তর গোপালরায় গ্রামে নিম্নবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- সন্তোষ কুমার রায়। মাতা- অঞ্জলী রাণী রায়। তিনি ২০১৮ খ্রিঃ বারাজান এস সি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০২০ খ্রিঃ একই বিভাগে উত্তর বাংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন।
বর্তমানে তিনি উত্তর বাংলা কলেজে অনার্স ৩য় বর্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি ও বই পড়তে খুব ভালোবাসেন। লেখালেখি তাঁর ভালো থাকার এক অনন্য অনুপ্রেরণা। তিনি স্বপ্ন ছায়া ও স্বপ্নের অনুভূতি যৌথ কাব্যগ্রন্থে ২টি কবিতা ও অনুভূতির অনুরনণ গল্পগ্রন্থে ১টি ছোটগল্প প্রকাশ করেছেন।