কলমেঃ হাসনাত জাহান ইয়াস
শহীদ হলো ভাই আমার,
রক্তে রাঙা রাজপথ,
বাংলা ভাষার দাবিতে
গড়ল তারা ইতিহাস।
বুকের তাজা রক্ত দিয়ে
লিখল ভাষার অধিকার,
একুশ এল ফিরে ফিরে
শ্রদ্ধায় মাথা নত হয় বারবার।
সালাম, রফিক, বরকত, জব্বার—
তাদের ত্যাগ ভোলা যায়?
ওই যে শহীদ মিনার
গাইছে ভাষার জয়গান।
ফাগুন আসে, গানে গানে
কৃষ্ণচূড়ার রঙে,
একুশ মানে মাথা নত নয়
একুশ সংগ্রামে জ্বলে।
শ্রদ্ধাঞ্জলি
ভাষার জন্য, প্রাণের জন্য
শত জনম দিলেও কম,
একুশ আমার গর্ব,
বাংলা আমার আত্মার মর্ম।
—শ্রদ্ধা ও ভালোবাসা সব ভাষা শহীদদের প্রতি