কলমে: এম এ লতিফ
নন্দিনী তোমার সৌখিন জীবন
কেন এতো প্রয়োজন,
অর্থের প্রাচুর্যে কেন এতো অহমিকা
জীবন প্রবাহে ভেবেছো নিজেকে
অনেক নামীদামী অনামিকা,
থাকবেনা চিরদিন এমন সৌখিনতা,
কাঁচের টুকরোর মতো ভেঙে যাবে একদিন
কাঁদবে একা বসে নিশিদিন,
পৃথিবীটা ফুলের বাগান হলেও
জীবনটা নয়তো তোমার রঙিন!
নন্দিনী তুমি
করছো ভোগ বিলাসী জীবন যাপন,
টাকার অহংকারে
নিজেকে ভেবেছো পৃথিবীটা রঙিন,
থাকবে না এমন রঙিন ভূবণ চিরদিন
তোমার অহংকারে হবে যে পতন একদিন,
থেমে যাবে জীবন ভেঙে যাবে মন
কাঁচের টুকরোর মতন,
হারিয়ে যাবে চিরতরে সৌখিন জীবন!
নন্দিনী তোমার সৌখিনতা
নয়গো ভালবাসা, নরকের তপ্ত আঁখির জল
যেদিন বুঝবে তুমি সেদিনটা অনেক দেরি হয়ে যাবে,
হারাবে জীবন হারাবে দুকূল,
চিৎকার করে মরে যাবে,
ভেবেছিলে জীবনটা স্বপ্নের রঙিন ফুল
দুদিনের এই সৌখিনতা ছিলো তোমার
ভুল সবই ভুল!