নিজস্ব প্রতিবেদক:
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য পার্বত্য কাব্য সম্মাননা পেলেন কবি আশীষ খীসা। তিনি বান্দরবান পার্বত্য জেলার অন্তর্গত ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২২টি,যৌথ ছড়াগ্রন্থ ০৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।তিনি অনলাইন ভিত্তিক বিভিন্ন সাহিত্য সংগঠন,ম্যাগাজিন
ও পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে আছেন।
তিনি একাধারে শিক্ষক,কবি,ছড়াকার,সাহিত্যিক, গীতিকার ও গায়ক। উল্লেখ্য যে,তিনি এর আগে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা
থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ অ্যাওয়ার্ড -২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী
সুবাষ চন্দ্র বসু পিচ অ্যাওয়ার্ড-২০২৩,আন্তর্জাতিক কৃপা সাহিত্য পরিষদ কর্তৃক কাব্য ভারতী উপাধি
সম্মাননা -২০২৪,আগরতলা,ত্রিপুরা ভারত থেকে আন্তর্জাতিক চাকমা ফাউন্ডেশন কর্তৃক সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কাব্য জ্যোতি সম্মান-২০২৪,
এছাড়া তিনি আন্তর্জাতিক কৃপা সাহিত্য পরিষদ,
আগরতলা,ত্রিপুরা,ভারত থেকে”কাব্যজ্যোতি খেতাব” ২০২২,সেরা কবি সম্মাননা-২০২২,যৌথ কাব্যগ্রন্থের
নামঃ”স্বপ্নের ডাক বাংলা”ডাক বাংলা সাহিত্য
একাডেমি,সম্মাননা স্মারক-২০২১,সূর্যসেনা সাহিত্য
পরিষদ,কপোতাক্ষ সাহিত্য ম্যাগাজিন কর্তৃক মনির চৌধুরী সাহিত্য পুরস্কার-২০২১,ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক সেরা কবি সম্মাননা-২০২১
গীরি সম্প্রীতি সাহিত্য পদক-২০২১,মানিক
বন্দোপাধ্যায় সাহিত্য পুরস্কার-২০২২,অগ্নিবীণা
সাহিত্য পুরস্কার-২০২২,মাসিক নেত্রজল সাহিত্য
ম্যাগাজিন কর্তৃক বর্ষ সেরা কবি সম্মাননা স্মারক
-২০২২,সম্মাননা স্মারক-২০২২,ইউ এস বাংলা
সাহিত্য সম্মেলন,মিশিগান,আমেরিকা।ডাক বাংলা
সাহিত্য একাডেমি কর্তৃক সাহিত্য রত্ন সম্মাননা স্মারক -২০২২,শিল্পাঙ্গন সম্মাননা স্মারক-২০২৩,পার্বত্য কাব্য
-সম্মাননা-২০২৩,বীর চট্টলা কাব্য পরিষদ সম্মাননা -২০২৩,স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা স্মারক-২০২৩,তরঙ্গ বার্তা সাহিত্য পরিষদ কর্তৃক একক কাব্য গ্রন্থ “কবিতায় কবির দর্শন”বইয়ের জন্য
গ্রন্থ সম্মাননা,ফুলের মালা সাহিত্য পরিষদ কর্তৃক সেরা
কবি/লেখক সম্মাননা-২০২৩,রাজর্ষি সাহিত্য পত্রিকা
কর্তৃক সাহিত্য জ্যোতি সম্মাননা ২০২৩-২৪,বঙ্গবন্ধু
কবিতা পরিষদ কর্তৃক উৎসব স্মারক-২০২৪,বাংলা কবিতাঙ্গন কর্তৃক সম্মাননা স্মারক -২০২৪,
আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পরিবার কর্তৃক অভিরূপ সাহিত্য অ্যাওয়ার্ড -২০২৪,সরস্বতী সাহিত্য
ধারা কর্তৃক মেমেন্টো-২০২৪,ডাক বাংলা প্রকাশনী
,কর্তৃক ছড়াকার সম্মাননা-২০২৪, ডাক বাংলা সাহিত্য
একাডেমি কর্তৃক ডাক বাংলা লেখক পুরস্কার-২০২৪
পান।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পার্বত্য কাব্যের সম্মানিত
প্রতিষ্ঠাতা,সভাপতি,সম্পাদক,উপদেষ্টা,এডমিন ও
মডারেটর প্যানেলের প্রতি।পাশাপাশি আন্তরিক
ভালোবাসা ও শুভেচ্ছা জানান সকল কবি,সাহিত্যিক
সাহিত্য প্রেমিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।