বছরে ছয়টি ঋতু,
ফাল্গুণ ও চৈত্র বসন্ত কাল;
আমরা সবে জানি।
বসন্তের আগমনে,
নূতন পত্রে পল্লবিত;
কোকিলের কুহুতান।
বসন্ত কাল এসেছে,
জীবনের স্পন্দন;
জীবনের রঙ বেরন্ঙের খেলা।
দখিনা বাতাস,
তনুমন শীতল আজি;
আকাশে জ্যোছ্নার আলো।
জরাজীর্ণ পাতাগুলো,
ঝরেছে গাছ থেকে;
শীতের আড়ষ্টতা নাই আজ।
জীবনের গতির সৃষ্টি,
প্রাণের চাঞ্চল্যতা;
জীবনের জাগরণ।
বসন্ত কালই,
যৌবনের প্রতীক;
জীবনের শক্তির প্রেরণা।
প্রকৃতির জগতে,
প্রাণের বারতা;
খুঁজে পায় সকলে।