শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

কবিতাঃ বসন্ত কাল – কবি বাসুদেব বসু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

বছরে ছয়টি ঋতু,
ফাল্গুণ ও চৈত্র বসন্ত কাল;
আমরা সবে জানি।

বসন্তের আগমনে,
নূতন পত্রে পল্লবিত;
কোকিলের কুহুতান।

বসন্ত কাল এসেছে,
জীবনের স্পন্দন;
জীবনের রঙ বেরন্ঙের খেলা।

দখিনা বাতাস,
তনুমন শীতল আজি;
আকাশে জ্যোছ্নার আলো।

জরাজীর্ণ পাতাগুলো,
ঝরেছে গাছ থেকে;
শীতের আড়ষ্টতা নাই আজ।

জীবনের গতির সৃষ্টি,
প্রাণের চাঞ্চল্যতা;
জীবনের জাগরণ।

বসন্ত কালই,
যৌবনের প্রতীক;
জীবনের শক্তির প্রেরণা।

প্রকৃতির জগতে,
প্রাণের বারতা;
খুঁজে পায় সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102