কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
শ্বাশত মৃত্যু কে জেনে সৃষ্টি কর্তার রহমতে বেঁচে আছি
আজন্ম নির্যাতিত নিপিড়িতের মঙ্গল যাচি!
আলোকিত মন্দাকিনী খুঁজি না কুহেলিকায়
বসবাস জঙ্গলে নয় মানব আলয়!
হৃদয় আমার অতৃপ্ত বাসনায় অঙ্গারে জ্বলে
সে যন্ত্রণা ধিকিধিকি তুষা নলের মত, নিভে না জলে!
অরোধ্য অহমিকা চারি পাশে সর্পিল ছোবল
দারিদ্র রহিমা জরিনা ধর্ষিত হয়ে বিচারের দরজা খটখটা য় কেবল!
এ সমাজ স্বার্থের বেড়া জালে আজ-ও আবদ্ধ লেবাসি ধর্মে
মহাকালের স্রোতে ভেসে একদিন শুদ্ধ হবে প্রতিটি কর্মে!
প্রেম সঞ্জীবনী সুধা রাই রাধা আছে কৃষ্ণ সেথা নাই
তমাল বীথিকা বকুল ঝাউ বনে বার-বার হারাতে চাই!
আমি অবাধ্য অহমিকা দাবানল, লাভার স্রোতে বহমান
কুরুক্ষেত্র আমি পলাশী কলিঙ্গের প্রান্তর আবহমান,
ফিলিস্তিনের হামাস লেবাননের হিযবুল্লাহ, জীবন রাখি বাজি
তোমাদের লোভ লালসার ভোগ্য হয়ে ঘর ছাড়া হয়েছি আজি!
যে-দিন ছুটবে নারী বাধা হীন তোমাদের ভাওতার বেড়া ভেঙ্গে
পায়ে পিষ্ট হয়ে মরবে তোমরা মিছিলে তারা যাবে জঙ্গে!
ঘরবন্দী কালো কাপড়ে মোড়া বাচ্চা পয়দার কারখানা নারী
সেইদিন দেখাবে আয় রোজগার মেশিন চালাতে আমারও পারি!