আলো প্রতিবেদক:
আগামীকাল ১৩ ই ফেব্রুয়ারি, গুণী কবি, সাহিত্যিক, আইনজীবী ও সফল উদ্যোক্তা ডক্টর মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিন। তিনি শুধু একজন দক্ষ আইনজীবী নন, বরং সাহিত্যে, সাংবাদিকতায় এবং মানবাধিকার রক্ষায়ও রেখেছেন অনন্য অবদান। দৈনিক আজকালের আলোর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সাংবাদিকতার নীতিবোধ ও বস্তুনিষ্ঠতা ধরে রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ও কর্মজীবন:
১৯৮১ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করা ড. সোহাগ শৈশব থেকেই মেধাবী ও প্রতিভাবান ছিলেন। তিনি বি এ এফ শাহীন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বিদেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি এমবিএ, এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং ২০২১ সালে পিএইচডি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রূপসী বাংলা টেক্সটাইল মিলস লিমিটেড এবং সোহাগ জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান।
সাংবাদিকতা ও সাহিত্য অবদান:
একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে দৈনিক আজকালের আলো পত্রিকার প্রধান উপদেষ্টার পদে থেকে সংবাদ জগতকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি দৈনিক মাতৃভূমির খবরের সঙ্গেও যুক্ত আছেন।
সাহিত্যচর্চায়ও তিনি অগ্রগামী ভূমিকা রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে চারটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস এবং দুটি ছোটগল্প সংকলন। তাঁর লেখা জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও নিয়মিত প্রকাশিত হয়।
আন্তর্জাতিক পরিসরে অবদান:
ড. সোহাগ International Organization of United Nation Volunteer (UN Volunteer) -এর বাংলাদেশ চ্যাপ্টারের জাতীয় উপদেষ্টা এবং World Organization for Human Rights and Peace-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি International Human Rights Commission-এর অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
শ্রদ্ধা ও শুভেচ্ছা
দৈনিক আজকালের আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমরা এই গুণী ব্যক্তিত্বকে জানাই জন্মদিনের শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। তাঁর আগামী দিনগুলো হোক আরও সফলতা, সৃজনশীলতা ও কল্যাণময়তায় পরিপূর্ণ।