কলমে: মোঃ আব্দুল রহমান
শরৎ এলো পায়ে পায়ে,
কাশফুলের গায়ে গায়ে,
শিশির ঝরে চেয়ে চেয়ে,
মেঘেরা চলে ধেয়ে ধেয়ে,
এবার ফিরছে উমা নবরূপে!
ঢাক ঢোল দিকে দিকে,
সমাগম ঐ ঝাঁকে ঝাঁকে,
উৎসবের ঘ্রাণ নাকে নাকে ,
উল্লাসে মাতে থেকে থেকে,
বাংলার মেয়ে ফিরছে ধুনা ধূপে!
নীল গগনে ফিরে ফিরে,
আজ দেখো নীড়ে নীড়ে,
মেলেছে ডানা ভিড়ে ভিড়ে,
রক্ত দিয়েছে চিরে চিরে,
অসুর দমন করতে সে নিশ্চুপে!
চাই বাংলা বারে বারে
উমা আসুক ঘরে ঘরে,
জ্বলে আগুন চরে চরে,
অসুর নিধন দ্বারে দ্বারে,
শান্তি ফিরুক ধরার সব মণ্ডপে!
অস্ত্র সাজিয়ে হাতে হাতে,
মন্ত্রের চেতনা দাঁতে দাঁতে,
নারীর শক্তি ক্ষতে ক্ষতে,
বিনাশ আবার যেতে যেতে,
সত্যের পূজারী চাই সে নিষ্পাপে!