রাজ্জাকুন্নাহার সুমী, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার প্রায় দেড়’শ বছর পুরনো ঐতিহ্যবাহী বাজিতপুর দেওয়ানী আদালতের আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ-২০২৫ এর নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আ.ই মুহাম্মদ ইসমাইল শাকের ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. তৌহিদ ফাত্তাহ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, এক বছর মেয়াদি সমিতির এ নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ ইসমাইল শাকের ৫০ ভোট পেয়েছেন। তিনি এ সমিতির বর্তমান সভাপতি ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আবদুর রহিম রেজু পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে তৌহিদ ফাত্তাহ পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট কালী কিংকর বসাক পেয়েছেন ২৭ ভোট।
এ ছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, সহ সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন, সহ সাধারণত সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মোঃ সাব্বির, কোষাধ্যক্ষ এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ মিরাজ হোসেন, কার্যকরী সদস্য হয়েছেন এডভোকেট মোঃ কায়েস মিয়া, ও এডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দাস। দপ্তর ও গ্রন্থাগারিক সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র আইনজীবী মোস্তফা রাগিব হাসান খান ভূলন।
উল্লেখ্য, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, নিকলী ও অষ্টগ্রাম সহকারী জজ আদালতের সমন্বয়ে বাজিতপুর দেওয়ানী আদালত। এই আইনজীবী সমিতির মোট ভোট ৭৮টি। এর মধ্যে ৭৬টি ভোট কাস্ট হয়।