কলমেঃ তুষার আহমেদ
===============
কষ্ট গুলো যদি গাছের পাতার মতো ঝড়ে পড়ে যেত,
হৃদয়ের ডালে তবে নতুন আশা গজিয়ে উঠত।
শুকনো স্মৃতিগুলো মাটির সাথে মিশে যেত,
জীবনগাছটা আবার সবুজ হয়ে ফুটে উঠত।
দুঃখের আঁধার ভেঙে আলো আসত ফিরে,
মনটা হাসত আবার শিশির ভেজা ভোরে।
স্বপ্নেরা উড়ত মনের নীল আকাশে,
ভালবাসা ফুটত রঙিন শুভ্র বাতাসে।
গানের সুরে মিশে যেত সব ব্যথার গল্প,
জীবন হতো নতুন রঙে আঁকা এক ক্যানভাসের স্তব।
বেদনাগুলো গলে যেত সময়ের স্পর্শে,
আলোকিত হতো মন, শান্তি নামত হ্রদয়ে নিরবধি বর্ষে।
নতুন ভোরের রোদ হাসতো চোখের কোণে,
জীবন গাইতো গান আনন্দের সুরে স্বপ্নের বীজ বোনে।
ভালোবাসার ছোঁয়ায় রঙিন হতো পথ,
প্রত্যাশার ডানায় উড়ত জীবন শতদূর অবিরত।
অতীতের দুঃখ শুধু গল্প হয়ে রইত,
ভবিষ্যতের আশায় মন নতুন গান গাইত।