কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
তুলেছি দুই হাত, শবে ই বরাতের রাত,
হে দয়াময় রহমান।
আসমান হতে আসিয়াছ আজি
ভান্ডার দ্বার খুলিছো এ রজনীতে
নিতেছো বান্দার যত খোঁজ খবর।
তোমার দরবারে উঠিয়াছে হাত
শবেই বরাতের মহিমান্বিত রাত।
ফেরেস্তারা আজি আসিছে নামিয়া
সাহায্য করিতে রহমতের ভান্ডার
দিকে দিকে লোক আসিছে ছুটিয়া,
নিতেছে যার যার ভাগ্য রজনী লুটিয়া।
ষত পার লও, ভান্ডারে আছে।
যাবে নাকো তাহা কখনো ফুরিয়া।
যাহা দিতেছে বিধাতা তোমায়,
স্বয়ং স্বহস্তে রহমত দান।
রহমতের ভান্ডার খুলিছ এ রজনী তে
করিডেছো দান স্বহস্তে।
মোঃ জাবেদুল ইসলাম।
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।