আলো প্রতিবেদক:
দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, কবি ও সাহিত্যিক ডক্টর মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিন গতকাল, ১৩ ফেব্রুয়ারি, ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দর সংলগ্ন জাহাঙ্গীর গেইট এলাকায় অবস্থিত ক্যাপ্টেন ওয়াল্ডের টপ ফ্লোরে এই অনবদ্য আয়োজন সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে দেশের সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কবি, লেখক, অধ্যাপক, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীরা এই আয়োজনে অংশ নেন এবং ড. বদরুল আলম সোহাগের সাহিত্যিক অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অতিথিদের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সাদেক এবং অন্যান্য সাহিত্যবোদ্ধারা বলেন, “ড. বদরুল আলম সোহাগ কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাহিত্যচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টিশীলতা এবং মানবিক মূল্যবোধ সাহিত্যপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস।”
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অনেকেই ড. বদরুল আলম সোহাগের লেখা কবিতা আবৃত্তি করেন এবং তার সাহিত্যকর্মের প্রশংসা করেন। বিশেষ পর্বে জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগীত ও কবিতা পাঠের মধ্য দিয়ে তাকে সম্মান জানানো হয়।
ড. মোঃ বদরুল আলম সোহাগ তার সংক্ষিপ্ত বক্তৃতায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি কৃতজ্ঞ সকলের ভালোবাসা ও সম্মানের জন্য। সাহিত্য চর্চা ও মানবতার কল্যাণে আমি আমৃত্যু নিবেদিত থাকার চেষ্টা করব।”
উল্লেখ্য, ড. মোঃ বদরুল আলম সোহাগ তার সাহিত্যকর্মের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার লেখনীতে সমাজ, সংস্কৃতি এবং মানবতার চিত্র ফুটে ওঠে, যা পাঠক-সমালোচকদের মাঝে বিশেষভাবে প্রশংসিত।
সাহিত্যমনা মানুষদের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠান এক হৃদয়গ্রাহী অভিজ্ঞতা হয়ে থাকবে সকলের জন্য।