রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

মানুষ কবে মানুষ হবে?

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

সেই বিশ্ব কাঁপানো গায়িকা “নাজিয়া হাসান” মাত্র ৩৫ বছর বয়সে দুনিয়া ছেড়েছেন ফুসফুস ক্যন্সারে, মরার সময় পাশে লন্ডন হাসপাতালে ছিলো নাবালক সন্তান “আরেজ”!
যুবক বুকে কাঁপন ধরানো বলিউড নায়িকা মীনা কুমারী লিভার সিরোসিসে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মাত্র ৩৮ বছর বয়সে!
বলিউড নায়িকা “মধু বালা” হার্ট রোগে মরেছেন মাত্র ৩৬ বছর বয়সে! মধু বালার সিনেমা হলে চললে অনেকে সারা সপ্তাহ দর্শক ছিলো! জন্মগত ব্লাড লিকেজ তার হার্টে ছিলো!
“আলেকজান্ডার দি গ্রেটের” ইচ্ছে ছিলো সারাবিশ্বের মহা অধিপতি হওয়ার! মাত্র ৩২ বছর বয়সে তিনি দুনিয়া ছেড়েছেন শূণ্য হাতে! ধনসম্পদ লুটেছেন সমস্ত দেশ থেকে যে সব দেশ জয় করেছেন!

সৎপথে আয় রোজগার করেও এক সময় বেশকিছু পয়সা হাতে এসেছিলো! পেশা টাও খুব একটা খারাপ ছিলো না! অনেক বেকার না খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি অকাতরে! সামর্থ্য মত কাজ দেয়া, আর্থিক সাহায্য করা, কারো লঞ্চ ভাড়া বাস ভাড়া দেয়া ছিলো নিত্য অভ্যাস! সুযোগ থাকা সত্বেও ডাকাতি করি নাই, এ-র পিছনে দু’টো কারন ছিলো, নিজের মনুষ্যত্ব ও সহধর্মিণীর নিরুৎসাহ! তখন পয়সার মূল্য ছিলো অনেক, এখনকার মতো কোটিতে গুনা যেতো না! দায়দায়িত্ব যখন যেখানে যা প্রয়োজন ছিলো সরে যাই নাই কোথাও থেকে! যদি-ও এসব কেউ মনে রাখে না!

অনেকদিন পর একজন আপন জনের সাথে দেখা হলো, মনে হলো অর্থের ভারে কথা বলতে কষ্ট হয়! তার স্ত্রী কে জিজ্ঞেস করলাম, “কোথায় থাকো, ফ্লাট বা বাড়ী কোথায় করেছো? মহিলা জবাব দিলেন,” ফ্ল্যাট তো অনেকগুলো, কোনটা বলবো, বাড়ী করতেছি, অমুক জায়গা ফ্ল্যাটে থাকি! ঠিক চিনলো বলে মনে হলো না!
অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষের চরিত্র, অদ্ভুত ধর্ম আমরা পালন করি? অথচ এই ব্যক্তি একদিন বেকার জীবনে ঢাকায় অনেক কষ্ট করেছেন, পরিবারের বেশ দারিদ্র্যতা গেছে! পেশা যা ছিলো সে পেশার লোকদের স্বর্গ বা বেহেশতে যাওয়া দুরূহ? আমার সহধর্মিণী তার পারিবারিক কঠিন সমস্যার সমাধান করে দিছেন পকেট থেকে পয়সা দিয়ে!

প্রিয় পাঠক, আমরা ইতিহাস জানি না, অতীত মনে রাখি না, ধর্ম বুঝি না বা বুঝতে চাই না, মুসলমান কুরআনের তর্জমা পড়ি না! সামান্য হিংসা বিদ্বেষ অহংকার ধোঁকা গর্ব দেনা মিথ্যা বলা আমাকে কঠিন জাহান্নামে নিয়ে যাচ্ছে তা না তাকিয়ে লেবাসধারী ধার্মিক বেশী মানি, শুক্রবার চোখে সুরমা গায়ে দামী পারফিউম দিয়ে মসজিদে গেলেই ধর্মের সব কামটা শেষ হয়ে যায়, এরপর সব করছি সম্পদ বাড়াতে —
অথচ আমার সম্পদের ভিতর অন্যের হক আছে তা আমরা জানি না মানি ওনা!

আমার হার্টে জন্মসূত্রে ‘ব্লাড লিকেজ’ আছে কিনা বা লিভার সিরোসিস ক্যান্সার বাসা বেধেছে কিনা বা রোডে কোন আজরাইল অপেক্ষা করছে কিনা আমাকে চাপা দিয়ে চলে যেতে, এই অনিশ্চিত জীবনে আমরা মোটেই মানবতা মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নই, সব ভাবি কিন্তু “মৃত্যর” কথা টা ভাবি না! মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান করে টাকা চুরি করছি, ধর্মীয় নয় এসব প্রতিষ্ঠান যেন একটা ধর্মীয় exploited “দান বাক্স”! এই লাইনে আয় বেশী!
পর্দার নামে কালো কাপড়ে মুখ ঢাকছি অথচ মানুষ যে চোখ দিয়ে দেখে না মন দিয়ে দেখে এত টুকু বোঝার জ্ঞান অর্জন করি নাই, মনটা কে পবিত্র করিনা কিভাবে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে অন্যকে ঠকাবো তা সারাদিন মাথায় ঘুর পাক খায়! আলেকজান্ডার মীনা কুমারী মধু বালা নাজিয়ার বয়স পার হয়ে এসেছি কিনা তা ও ভাবি না, আমি অমর —- আমি শুধু মুসলমান শুধু হিন্দু থাকলাম, মানুষ হলাম না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102