অন্ধকার কবর
===========
হঠাৎ আমার ডাক পড়িবে
ছাড়তে রঙিন বাড়ি,
ভোগ-বিলাশে মত্ত হয়ে
মৃত্যুকে যাই ভুলি।
যেই ঘরেতে যাবো আমি
থাকবো একা একা,
থাকবে না কেউ সাথে আমার
আমলনামা ফাঁকা।
প্রিয়জনদের দাফন শেষে
আপন নীড়ে যাওয়া-
আপন বলতে আল্লাহকে
হয় যেন পাওয়া।
সন্ধ্যা হলেও আমার ঘরে
জ্বালবেনা কেউ আলো,
পড়লে কুরআন সেই ঘরও
করবে জ্বলোমলো।
মাটি যখন দুপাশ থেকে
দিবে আমায় চাপা,
মূলক নামক সুরা তখন
দিবে তাকে বাঁধা।
পুন্য যদি থাকে আমার আমলনামাতে
দিনগুলো কেটে যাবে ঘুমের আসরে,
যেই ঘরে থাকবো আমি সারাজীবন ভর
সে ঘরের নামটি হলো অন্ধকার কবর।
তোমার দয়া চাই
============
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই,
তোমার দয়া ছাড়া মোদের
কোন গতি নাই।
রোজ হাশরের ঐ কঠিন দিনে
কেউ রবে না যখন পাশে
তুমি দিয়ো ঠাই!
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।
বিচার কার্য দিবসে
আমি যদি হেরে যাই,
নসীবে মোর মিলাই দিয়ো
তোমার হাবীবের শাফায়াত!
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।
যেই দিবসে মা বাবা
চিনবে না তার সন্তানকে,
সেই দিবসে তুমি ছাড়া
আপন মোদের কে আছে?
তুমিও যদি সেদিন মোদের
ঠেলে দাও দূরে,
তোমার এই অভাগিনী
যাবে কার দুয়ারে।
তুমি তো রাহমান, তুমি তো রাহিম
তোমার দয়ার সীমা নাই।
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।