নেত্রকোনা জেলায় ২০১৮ সালে শেখ হাসিনার নামে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটিই নেত্রকোনার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির নাম শেখ হাসিনার নামে করার পেছনে দলীয় নেতাকর্মীদের তৈলমর্দনের কাহিনী অবাস্তব নয়। এখনো বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ঠিকানায় পাঠদান শুরু হয়নি। অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নেত্রকোনার রাজুর বাজারে এ বিশ্ববিদ্যালয়ের জন্য বিশাল আয়তনের জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বেশকিছু ভবন নির্মাণের কাজ পরিলক্ষিত হয়েছে। নেত্রকোনার মানুষের স্বপ্নের এ বিশ্ববিদ্যালয়ের নাম স্বৈরাচার হাসিনার নামের পরিবর্তে জেলার নামে নামকরণের দাবি আপামর জনসাধারণের। তাই এ বিশ্বিবদ্যালয়ের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বার্তা প্রেরক,
রেজা কারিম নেত্রকোনা, বাংলাদেশ।