অথই নূরুল আমিন:
============
আজকে খুব জানতে ইচ্ছে করছে। কেমন আছো তুমি আমাদের প্রানের বাংলাদেশ? আজকে সমগ্র জাতি কেউ বলছে বাংলাদেশী কেউ বলছে বাঙালি। এরকম বিতর্কের মাঝে পরেছে আজকে গোটা দেশ গোটা জাতি ও গোটা সমাজ। তোমাকে যারা যত্ন দেবার কথা ছিল। আজকে তারা সবাই বিতর্ক নিয়ে বড় ব্যস্ত সময় পার করছে।
দেশের রাজনীতি:
গোটা দেশের সুন্দর রাজনীতি আজকে হুমকির মাঝে রয়েছে। রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজন আজকে চরমে। কেউ যেন কারো কোন বারণ মানছে না। এবং দেশের সাধারণ জনগণের পক্ষ নিয়ে কেউ কিছু বলছে না। শুধু বলছে তারাই ভালো। দেশের রাজনীতি অঙ্গনে প্রকৃত রাজনীতির আদর্শ দেখা যাচ্ছে না। দেশের মানুষেরা আজ ছত্রভঙ্গ। যার যার মত করে বিভিন্ন মতাদর্শের সঙ্গী হচ্ছে। কেউ বুঝে কেউ না বুঝে। আজকে বাংলাদেশে একক ভাবে নেতৃত্ব দেয়া বা একক ভাবে ক্ষমতায় আসা কোন দলের পক্ষে সম্ভব না।
দেশের অর্থনীতি:
গোটা দেশের অর্থনীতি আজকে ধনাঢাদের দখলে। তারা যেভাবে বলছে। সরকার সেভাবেই চলছে। সরকার ধনীদের দেয়া ফাদে পা দিয়েছে। গুড়ের নেশায় যেমন পিঁপড়ার আগমন চলে।
মানুষেরা খাচ্ছে হাইব্রীড ও ফরমালিন যুক্ত খাবার:
গোটা দেশের মানুষেরা সারাদিন যা খাচ্ছে। তার আশিভাগের বেশি কীটনাশক যুক্ত হাইব্রীড ও ফরমালিন যুক্ত খাবার। এই খাবার সব হোক আমাদের দেশীয়। তা নিয়ে কেউ কোন কথা বলছে না। না সরকার না জনগণ। এতেই বুঝা যায় আমাদের মানবিকতা যেমন মারা গেছে। তেমনি মারা গেছে আমাদের রুচিবোধ।
দেশের নিম্ন আয়ের মানুষেরা এবং অন্যান্য সমাচার:
আজকে সবচেয়ে বেশি বিপদে আছে, দেশের নিম্ন আয়ের মানুষেরা, যারা সীমিত আয় করে। তারচেয়েও বেশি কষ্টে আছে, সেই সকল বয়স্ক লোকেরা,যাদেরকে দেখার মত কেউ নেই। ভরণপোষণের মত কেউ নেই।দেশের প্রায় তিন শতাংশ অসহায় মানুষজনেরা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে প্রতিদিন। দেশের প্রায় আট শতাংশ জনগণ গৃহহারা। তারা সবাই ফুটপাতে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করে চলছে তাদের জীবন।
দেশের শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে:
দেশের পনেরো শতাংশ শিশু কিশোর কিশোরীরা লেখাপড়ার বাহিরে আছে। শুধু অর্থ সংকটের কারণে।
দেশের ষাট শতাংশ জনগণ স্বাস্থ্য সেবা পাচ্ছে না। এখানে যেমন রয়েছে অর্থ সংকট। তেমনি রয়েছে সুচিকিৎসার অভাব। তেমনি রয়েছে নকল ঔষধের প্রভাব। দেশের শিক্ষিত জনবলের পঞ্চাশ ভাগই বেকার। ঘুষ দিলেই চাকরি হয়। না দিলে নয়।
দেশের কৃষি খামার সমাচার:
সরকারের একান্ত সহযোগিতা না থাকার ফলে বেহাল হচ্ছে কৃষিখাত। মৎস্য চাষ। লোকসানী হচ্ছে বিভিন্ন খামারীরা প্রায় সময় । তাই পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন। আইনশৃঙ্খলায় চরম অবনতি।
এদিকে আইনশৃঙ্খলার আজকে চরম অবনতি লক্ষ্য করছি। দিনে দুপুরেও রাতে প্রতিদিনই ঘটছে। চুরি ডাকাতি, ছিনতাই। মানুষ খুন – অগ্নিসংযোগ। ধর্ষণ অপহরণসহ নানারকম অপ্রীতিকর ঘটনা। প্রকাশ্যে জমি দখল,বাড়ি দখল,ব্যবসা দখলের মত ঘটনা প্রতিদিন। ভূক্তভোগীরা কোথাও কোন বিচার ও পাচ্ছে না আজকে।
অন্য দিকে এখনো চলছে সরকারি অফিস আদালতে ঘুষ বাণিজ্য। পুলিশেরাও সভ্য হয়নি। সেনাবাহিনীরাও বিভিন্ন জায়গায় নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে। র্যাবের তৎপরতা আগের চেয়ে অনেক কম। এখানে জোর যার মুল্লুক তার, এরকম শ্লোগান বাস্তব হচ্ছে।
জানিনা কোন অশুভ ছায়ার ছোয়ায়, দেশের অগণিত দাগী আসামী আজকে জেলখানার বাহিরে। সর্ব জায়গায় আইনশৃঙ্খলার এরকম অবনতি দেখে দেশের সকল স্তরের মানুষজন আজকে হতাশ। অনেকেই ভয়ে ভয়ে দিন গুনছে, রাত গুনছে। সবার এককথা,কখন যে কার কোন্ বিপদ আসে বলা যায় না। তাই আজকে মনে প্রশ্ন জাগছে বারবার। আজকে কেমন আছো তুমি বাংলাদেশ?
অথই নূরুল আমিন,
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।