মতিউর রহমান,সরিষাবাড়ী,জামালপুরঃ
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে সরিষাবাড়ীতে সমাপ্ত হয়েছে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসব মেলা-২০২৫ইং। ১৯ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত তারণ্য মেলা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে ইউএনও”র সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত তারুণ্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় তারুণ্য মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি লিজা ঋষি। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,নবাগত যুব অফিসার আনিসুজ্জামান,ওসি চাঁদ মিয়াসহ সকল দপ্তরে কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তারুণ্য উৎসব মেলার মাঠে স্থাপিত ষ্টলগুলো পরিদর্শন করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এ সময় কৃষি,যুব,মহিলা, শিক্ষা,পৌরসভা, থানা,ফায়ার সার্ভি ও সিভিল ডিফেন্সসহ সকল বিভাগের স্থাপিত ষ্টলগুলো পরিদর্শন করা হয়।উপস্থিত অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শনকালে ইউএনও”র সাথে ছিলেন। উৎসবের দ্বিতীয় পর্ব বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।