মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া চড়ুইমুরি রিয়া রুপণ শিশু পার্ক সত্যিকার অর্থে প্রকৃতি প্রেমিকদের জন্য একটি স্বপ্নের জায়গা। সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে পরিবার সহ যখন সেখানে পৌছালাম, তখনকার পরিবেশ ছিল এক অন্যরকম অনুভূতির। আমরা এখানে এসে বেশ আনন্দিত হয়ে ছিলাম। বিশেষ করে সবচাইতে ভালো লেগেছে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবহার। যা সত্যিই আমাদের মুগ্ধ করেছিল। এখানে বড়দের পাশাপাশি শিশুদের জন্যও রয়ছেছে অনেক চমথকার সব দৃশ্য। এখানে আসলে প্রথমেই নজর কারাবে ফুলের বাগান। যেখানে সারা দুনিয়ার বিভিন্ন প্রজাতির ফুল ফুটে ছিল। বাগানে প্রতিটি কোণে ছিল এমন এমন ফুল যা দেখতে মনে হচ্ছিল যেন প্রকৃতি তাদের সব সৌন্দর্য এখানে ডেলে সাজানো হয়েছে। আমরা একে অপরের সঙ্গে কথা বলে এবং ছবি তুলে সেখানে বেশ কিছু সময় কাটিয়ে ছিলাম। আমাদের সবার মধ্যে একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। সেখানে থাকা, ঢেঁকি, হাঁসের খোপ, পানির মধ্যে জীবন্ত কচ্ছপ, ৯৯ টাকার পণ্য, রেলগাড়ি, দোলনা, পিরামিড, ছোনের ঘর সহ বিভিন্ন ধরনের ফুলের বাগানে এক অন্যরকম আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল আমাদের মতো ভ্রমণ প্রিয় প্রকৃতি প্রেমিদের মাঝে। এছাড়া এখানকার পরিবেশটা ছিল বেশ শান্ত এবং সুন্দর। এই রিয়া রুপণ শিশু পার্কের মধ্য দিয়ে বেশ কয়েকবার হাঁটাহাঁটি করেছি আমরা। সত্যিকার অর্থেই প্রাণ জুড়ে গিয়ে ছিল আমাদের। শবশেষে, এই চড়ুইমুরি রিয়া রুপণ শিশু পার্কের এক অভিজ্ঞতা ছিল আমাদের পরিবারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। সব মিলিয়ে রিয়া রুপণ শিশু পার্ক আমাদের পরিবারের ভ্রমণকে এক নতুন মাত্রা যোগ করে ছিল। সত্যিকার অর্থে এখানে প্রকৃতির মধ্যে শিতিলতা এবং আনন্দ খুঁজে পাওয়া যায়। ভবিষ্যতেও এখানে আসার ইচ্ছে রয়েছে আমাদের সবার। চাইলে আপনিও আসতে পারেন উল্লাপাড়া রিয়া রুপণ শিশু পার্কে।