সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পিস ফ্যাসিলিটেটর প্রশিক্ষণে অংশ নিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যরা।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের উদ্যোগে ১৮-২০ ফেব্রুয়ারি সাভার হোপ সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উত্তম সরকার, নাজমুল হুদা মিনা, কুদরত পাশা।
প্রশিক্ষণের শুরুতেই দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের ধারণ দেওয়া হয়। জানানো হয়, এই প্রকল্পের লক্ষ্য হলো, বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ ও প্রশমিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে সম্প্রীতি পুনরুদ্ধার করা।
প্রশিক্ষণে, গণতন্ত্র কী, গণতন্ত্র কেন দরকার, গণতন্ত্র না থাকলে কী হতে পারে, গণতন্ত্রের বৈশিষ্ট। নির্বাচন কী ও কেন দরকার, নির্বাচন না হলে কী হতে পারে, নির্বাচন কেমন হওয়া উচিৎ। প্রতিনিধিত্ব কী, আদর্শ প্রতিনিধিত্বের বৈশিষ্ট্য, প্রতিনিধিত্ব বজায় রাখার করণীয়, নারী নেতৃত্বের বর্তশান অবস্থা, বিভিন্ন অবস্থায় নারী নেতৃত্ব পিছিয়ে থাকার কারণ ও ফলাফল, রাজনীতিতে নারীর ক্ষমতায়নের আইনী ব্যাখ্যা।
দ্বন্দ্ব কী, সহিংসতা কত প্রকার ও কি কি, কি কি ধরণের সহিংসতা হয়, সহিংসতা মাশুল, উপজেলায় দ্বন্দ্ব এবং সহিংসতা ধরণ ও কারণ, রাজণৈতিক, ধর্মীয় ও ণৃ-তাত্ত্বিক সহিষ্ণুতা, সহিষ্ণুতা উন্নয়নে করণীয়, শান্তি কী, শান্তি প্রতিষ্ঠায় করণীয়, দ্বনদ্ব নিরসনের ধাপ সমুহ নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সুনামগঞ্জ সদর পিএফজিকে কিভাবে, একটি আদর্শ পিএফজিতে রূপান্তর করা যায় তার জন্য কর্ম পরিকল্পনা করা হয়।
প্রশিক্ষণে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মিয় নেতা, শিক্ষক এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ন লোকজন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সমাপনিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা কন্যাশিু এডভোকেসি ফোরাম এর সভাপতি শাহীনা চৌধুরী রুরি, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, মশিউর রহমান রাসেল, মফিজুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সামিনা চৌধুরী মনি, সিমা নাগ, প্রতিমা রানী দাস, মিনা দাস, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এইচএমপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কলি তালুকদার আরতি, মরফিয়া খাতুন, তৃষ্ণা আক্তার রুশনা প্রমূখ।