বিশেষ প্রতিনিধি: মো: বায়েজিদ বোস্তামী (কিশোরগঞ্জ)
১৯৫২ সালে রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঝরিয়েছে বীর আন্দোলনকারীরা। সেই সাথে জীবন দিয়ে গেছেন রফিক, শফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। মাতৃভাষা বাংলা অর্জনে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণীয় বরণীয় করে রাখতে এখনো পর্যন্ত বীর বাঙালি জাতি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ করে আসছে।
তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং দেশপ্রেমিক নাগরিক সহ প্রত্যেকে স্ব স্ব উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি -২০২৫ইং মনে প্রাণে উদযাপন করেন।
এর মধ্যে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় এক অন্যতম ধারায় অমর একুশে দিনটি ২১.০২.২৫ইং তারিখ যথাযথ মর্যাদায় পরিপালন করেন।
বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি -২০২৫ইং পরিপালনের কর্মসূচি সমূহ: ১ম- ভোর ছয়টায় পতাকা উত্তোলন, ২য়- সকাল ৮টায় সন্মানিত প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষার্থী, শিক্ষক /শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকদের নিয়ে প্রভাতফেরী, ৩য়- ৮.৩০ মিনিট শহীদ মিনারে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক মণ্ডলী কর্তৃক পুষ্প স্তবক অর্পণ, ৪র্থ- ৯.৩০ মিনিট থেকে সকল শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশনা ও ভাষা শহীদের ইতিহাস নিয়ে মূল্যবান আলোচনা সভা পরিচালনা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রাইমারি ইনচার্জ খুরশিদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: আশরাফুল হক- প্রধান শিক্ষক, জনাব মো: রব্বানী নাইম- সিনিয়র শিক্ষক, জনাব নুরজাহান বেগম- সহকারী শিক্ষক, জনাব তাছলিমা আক্তার (পূর্ণিমা) – সহকারী শিক্ষক সহ সকল শিক্ষক মণ্ডলী এবং আমন্ত্রিত অভিভাবক মণ্ডলী।
পরিশেষে গান, কবিতা আবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে সকাল ১০.৩০ মিনিট সন্মানিত প্রধান শিক্ষক অমর একুশে ফেব্রুয়ারি-২০২৫ইং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।