মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর আওতাধীন লোহাগাড়া উপজেলা টিম। শ্রদ্ধা নিবেদন শেষে লোহাগাড়া উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন আয়োজনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া
উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইনামুল হাসান,
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফুর রহমান,
মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
এছাড়াও অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিমের যুব সদস্য মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ মিরাজ, স্বরুপম দেবনাথ, মোঃ ইসমাইল, তাইফা সুলতানা ও উম্মে ছাইবা প্রমুখ উপস্থিত ছিলেন।