কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমি ভালোবাসি আমার দেশ মানুষ নদী
শতাব্দীর ঝড়ো পরিবর্তনে দেশপ্রেমের সজ্ঞা বদলে যদি,
রাখিনা মনে ভীতি, দেশকে ভালোবাসাই আমার নীতি
কলমের ভাষা যদি নিতে চাও কেড়ে, কন্ঠে গাইবো গীতি!
অকস্মাৎ হাত কড়া, আজ্ঞাবহ মোসাহেব হয়ে কি লাভ
দখলদারর পাহারা ছাড়ো, একদিন তাড়া খেয়ে পদ্মায় দিবা ঝাপ!
শহীদ বেদিতে ফুল দেয়া পূজা করা যারা বলে
মতলববাজ তারা বাঙালিত্ব মুছতে চায় ধর্মের ছলে!
হিরন্ময় শস্যের আকারে ধর্ম আছে মোর হৃদয় গাথা
ওরে ও অর্বাচীন নৈরাজ্যের হিমময় পাপে জর্জরিত তুই এক গাধা !
বৈনাশিক দুর্বপাকে ডুবলে নৌকা সিঁথির সিঁদুর যায় মুছে
তাতে কি দিঘল হৃদয় থেকে প্রিয়ার স্মৃতি যায় ঘুচে?
বুলডোজার ক্রেনে ভাঙা যায় স্মৃতি যাদুঘর, মাজার স্মৃতি
তাতে কি ফিরানো যায় হৃদয় অলিন্দে রক্ত প্রবাহের গতি?
চেঙ্গিস খান পিনাচোট কুইন মেরি পারে নাই হৃদয় মিনার ভাঙতে
কোন অপশক্তি ধর্ষক পারেনাই কুমারির চুলের খোপা ভাঙ্গতে, তা যদি জানতে??