কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
ভাষার মাঝে,
তুমি আছ মা বেঁচে।
তোমার ছেলেরা,
যাইনি মরে;
ভাষা এনেছে কেড়ে।
তাইতো মা বলতে পারি,
এ ভাষাতেই মাগো যেন মরি।
দুঃখ-কষ্ট যাইগো ভুলি,
মাতৃভাষায় কথা বলি।
মায়ের মাঝে আছে স্নেহ,
আছে ভালবাসা।
মা যে আমার পরমধন,
মা যে আমার ভরসা।
ফেব্রুয়ারীর একুশ তারিখ,
প্রভাতফেরি নেবে কি আজি?
কৃষ্ণচুড়ার ফুলের মাঝে,
আমার ভায়ের রক্ত দেখি লাল।
মায়ের ভাষা কেড়ে নিতে পারেনি,
পারিবে না কোন দিন তব ;
ওগো! একুশে ফেব্রুয়ারী।