নিজস্ব প্রতিবেদক:
অধ্যাপক এম. হুমায়ুন কবীর তিনি মিশন ইন্টারন্যাশনাল কলেজের একজন প্রিন্সিপাল। দি মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট এর সেক্রেটারি। সভাপতি, বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি (বিএমইএস) এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আত্মশুদ্ধি সমাজ, ঢাকা
অধ্যাপক হুমায়ুন কবীর স্যার তিনি একজন সমাজ সেবক, শিক্ষা সেবক। অথই নুরুল আমিন বলেন আমার দৃষ্টিতে তিনি একজন সুন্দর সমাজ গঠনের পথপ্রদর্শক। তিনি বেশকিছু শিক্ষা প্রতিষ্টান, সাহিত্য ও সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক পদে আছেন। এককথায় সমাজে আলোকিত মানষ গড়ার এক কারিগর তিনি।
উপহার দেয়া বইয়ের নাম : যথাক্রমে – ১. চিন্তা – চেতনা, লেখক : শামসুল হুদা, তিনি একজন ভাষা সৈনিক। প্রকাশক, শাহরিয়ার মাহমুদ। প্রচ্ছদ : মো: জোবাইদুর রহমান। ২. আত্মশুদ্ধির পথ, লেখক : আব্দুল আজিজ চৌধুরী
প্রচ্ছদ: মোঃ হুমায়ুন কবীর, অধ্যক্ষ, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ঢাকা। ৩. ইসলামে মৌলিক মানবাধিকার. লেখক, সাইয়েদ আবুল আ’লা মওদূদী। ৪. খোশ আমদেদ, মাহে রমজান, লেখক: খুররম মুরাদ। অনুবাদ ও সম্পাদনায়, সাইয়েদ রাফে সামনান। ৫. নামাজ রোযার হাকীকত, লেখক : সাইয়েদ আবুল আ ‘ লা মওদূদী। ৬. দাওয়াতী কাজ না করার ভয়াবহ পরিণতি, লেখক : অধ্যাপক মুজিবুর রহমান। ৭. কুরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রাসূল (সা) এর যিকির ও দু’ আ, লেখক : মুফতি মুহাম্মদ বাহরুল্লাহ নদভী। ৮. সমাজ সেবা বুলেটিন।
আমাকে এত মূল্যবান বেশকিছু বই উপহার দেয়ার জন্য আমি অধ্যাপক হুমায়ুন কবীর স্যারের শারীরিক মানসিক, শান্তি কামনা করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।