কলমেঃ তুষার আহমেদ
“২১ ফেব্রুয়ারি একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের গল্প।
“রক্তে লেখা এক অক্ষর, ভাষার জন্য প্রাণ,
অমর সেই স্মৃতি নিয়ে বেঁচে আছে প্রাণ।”
“মাতৃভাষার জন্য যারা দিলো জীবন,
তাদের ত্যাগে গড়া এ দেশের ভুবন।”
“শহীদের রক্তে আঁকা স্বাধীনতার পথ,
মাতৃভাষার গান গাই, হৃদয়ে যথার্থ।”
“ভাষার জন্য যারা করল আত্মদান,
তাদের শ্রদ্ধায় গাই চিরন্তন গান।”
” চোখে আমার রক্ত ঝড়ে মুখে আমার বাংলা।
“বাংলা আমার মায়ের ভাষা, হৃদয়ে তার দ্যুতি।
স্বপ্ন দেখি, বলি কথা, মাতৃভাষার গীতি।”
“বাংলা ভাষার জন্য যারা করল আত্মদান,
তাদের স্মরণে জ্বলে হৃদয়ের প্রদীপখান।”
“একুশে ফেব্রুয়ারি তাই চির অমলিন,
বাংলা আমার গর্ব, বাংলা আমার চিন।”
“মায়ের ভাষায় কথা বলি, তাতে সুখের ছোঁয়া,
শহীদের রক্তে ভেজা ভাষা, প্রাণের মায়া মোয়া।”।
“ভাষার তরে যারা দিল প্রাণের আহুতি,
তাদের জন্য হৃদয়ে জ্বলে শ্রদ্ধার জ্যোতি।”
কত দেশ গুরে হাজারও মানুষ দেখে একটি ভাষা কানে বাজে বাংলা।