আইরিন সুলতানা লিপি
একুশ নিয়ে আজকে কিছু
আমার বলার নাই,
রক্ত দিয়ে ভাষা কিনলেন
সকল শহীদ ভাই!
একুশে আজ বিধবার সাজ
কত মায়ের শোক ,
স্বামী সন্তান হারিয়ে প্রাণ
অশ্রু ঝারায় চোখ!
বধূর স্বামী মায়ের ছেলে
রাখলো দেশের মান,
সেই গর্বেতে গাইছি আজও
অমর একুশ গান।
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
তোমরা দেশের তাজ,
তোমা তরে হৃদয় ভরে
মা-কে ডাকি আজ।
বাংলা মায়ের দামাল ছেলে
বাহাদুর সব বীর,
সাহস নিয়ে জীবন দিয়ে
রাখল উচ্চ শির!
বিশ্ববাসী জেনে নিও
বীর শহীদের নাম,
কেউ কখনো পাড়ি দিতে
রক্ত ঝারার দাম?
বারবার আসে শোকের ত্রাসে
সেই একুশের দিন,
দেশ জনতা আজীবন রবে
শহীদের কাছে ঋণ।