রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্না দশপাশা জলমহালটি ইজারাদারার বিধি অমান্য করে শ্যালো মেশিন বসিয়ে পানি শুকিয়ে মাছের বংশ ধ্বংশ করার অপরাধে দুটি শ্যালো মেশিন জব্দ করেছে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার নান্না দশপাশা জলমহাল শুকানোর সময় দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। স্থানীয় সুত্র জানায়, মধ্যনগর উপজেলার নান্না দশপাশা জলমহালটির পানি শুকিয়ে মাছ ধরার উদ্দেশ্যে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচ করে ইজারাদার শরশতিপুর গ্রামের বাসিন্দা গোলাম মৌলা। গোপন সংবাদের ভিত্তিতে তহশীলদার ও মধ্যনগর থানার পুলিশ সরেজমিনে উপস্থিত হয়ে জলমহালে দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। এলাকাবাসীর দাবি এই পানি দিয়ে তারা বোর ধান খেতে রোপন কাজ করা হয়। অসাধু ইজারাদারা পানি শুকিয়ে ফেলায় বোর ধান পানি শূণ্যতা দেখা দেয়ায় বোরো জমি নষ্ট হয়ে পড়ছে। অবৈধভাবে জলমহাল শুকিয়ে মাছের বংশ ধ্বংশ করার সাথে জড়িতদের বিচারের দাবি জানায় তারা।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় জানান, এলাকার লোক জন আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করায় অবৈধভাবে জলমহাল সেচে মাছের বংশ ধ্বংশ করার কাজে জড়িত ইজারাদার ও তার লোকজনদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কোন ইজারাকৃত বিল শুখানোর আইনগত বিধান নেই। আমার তসিলদার ও মধ্যনগর থানার ওসি সাহেবকে বলে দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে। তারা সরজমিনে গিয়ে দুটি শ্যালো মেশিন দিয়ে পানি সেচের কাজ করায় মেশিন দুটি জব্দ করা হয়েছে এবং যারা এ অবৈধকাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।