মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ মাদ্রাসাতুত তাহফিজ লিল বানিনা ও ওয়াল বানাত এর কোরআন হিফজ সমাপ্ত কারীদের সংবর্ধনা, পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২২ফেব্রুয়ারী, শনিবার, সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুশ শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা সেলিমুলাহ হাবীবী। গেষ্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াত ইসলামির আমীর অধ্যাপক মুহাম্মদ হাছান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানীহাট আল কোরআন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন ইন্সটিটিউট এর সভাপতি ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাঈদ সাহেব, বশর টাওয়ার আল কোরআন ইন্সটিটিউট এর পরিচালক হাফেজ মাওলানা ক্বারী মাওলানা শহিদুল মোস্তফা, মাওলানা সায়েদ হোসাইন, হাফেজ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ, ছমিদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ওস্তাদ শাহ আলম, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ আইয়ুব সাহেব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমিরাবাদ ইউনিয়নের সভাপতি এম রফিক দিদার সাহেব,সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী হাফেজ মুহাম্মদ আবু ছিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল গণি, মোহাম্মদ ইকবাল,লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ হারুনুর রশিদ, মাদ্রাসার উপদেষ্টা শহিদুল ইসলাম মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে ৮ জন হাফেজা ও ৭ জন হাফেজকে সংবর্ধনা,সম্মাননা ক্রেষ্ট ও পাগড়ী পরিধান করানো হয়। অনুষ্ঠানে অসংখ্য অভিভাবক, অভিভাবিকা ও ১৫০ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।