রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

কবিতাঃ পূর্ণিমার চন্দ্রাবলী

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View

কলমেঃ সাঈদা তাসনিম 

মাথার ওপর দূরের ঐ অন্তরীক্ষ জুড়ে,

দূরবর্তী নক্ষত্রকণা আর তারার কারসাজির সাজে,

জ্বলজ্বল করে জ্বলে ওঠে ;

সে যেন মনে হয় দর্শনেন্দ্রিয় তারার মেলা!

রাতের আকাশে তারার কারসাজির সাজে,

বাসনা দেয় আমারে –

পূর্নিমার ঐ চন্দ্রিমা রে!!

চন্দ্র জ্যোতির নীলিভ দ্যুতি 

কাটায় যে মহাবিশ্বের তিমির। 

উপমা হতে পৃথিবীর পৃষ্ঠে পড়া চন্দরশ্মির কিরণ-

দেখে মনে হয় আষাঢ়ের জলদ হতে দিব্যদক!

চন্দ্র নক্ষত্রের বাহারি লাবণ্যে,

পূর্ণিমার রাতটি সাজে-

যেন এক অগ্নিপ্রভার কুন্ঞ্জকাননে।

জুরায় আমার পরাণ প্রভন্ঞ্জন;

হরস করে আমায়

পূর্ণিমার ঐ রাত্রি রোশন!

রজনীর ঘোর উন্মাদ কালো আধার কাটিয়ে, 

আলোর ছিটে ছড়ায় ধরণীর বুকে! 

সেই চাঁদনী পসর রাত্রে –

পূর্নিমার ঐ চন্দ্রাবলী!!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102