এম. শাহেদ সারওয়ার, দুবাই থেকে:
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল মুশরিফ পার্কে দিনব্যাপি নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের পূনর্মিলনী উৎসব ও ঐতিহ্যবাহি মেজবান। অনুষ্ঠানে ৩৩ সদস্যের নবগঠিত পরিচালনা পরিষদ ২০২৫-২০২৬ সনের দায়িত্বপ্রাপ্ত সদস্যেদের শপথ অনুষ্ঠান পাঠ করা হয়।
আমিরাতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত চট্টগ্রামের রাউজান উপজেলার নদিমপুর, নোয়াজিষপুর এবং ফতেনগর গ্রামের প্রবাসীদের মিলন মেলায় অনুষ্ঠানটি একখন্ড গ্রামে রুপধারণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ফরিদ, মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আজিজ, জসিম উদ্দিন, নুরুল হুদা, রেজাউল ইউছুপ চৌধুরী রিটন, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ হাসান ও ঈসা চৌধুরী।
এম, শাহেদ সারওয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, রেজাউল আজম, মোজাহেরুল হক, আলতাফ উদ্দিন জনি, নাছির উদ্দিন, কাজী মোহাম্মদ সোহেল, আবুল ফয়েজ মোস্তফা, নুরউদ্দিন খান বাবর, মোহাম্মদ আজাদ, আশরাফ খান, মোহাম্মদ মান্না, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাহেদ, সাফায়াত হোসেন, মহসিন আলী খোকন, সাগর চৌধুরী এবং এনপিকেপি’র সদস্য যথাক্রমে সেলিম উল্ল্যাহ, মোহাম্মদ মাহাবুব, মহিম উদ্দিন, নুরুল আলম, আনিস, ইব্রাহীম চৌধুরী, আলতাফ হোসেন লিটন, বাচ্চু, আলী মেহেদী রাজু, সোহেল চৌধুরী, মিনার, আলাউদ্দীন, সাদ্দাম, জুয়েল, আমান, সাকলাইন, রবিউল হোসেন, মঈন উদ্দিন, আব্দুল কাদের, মোহাম্মদ তামিম আল মারুফ, হিশাম আল মারুফসহ প্রমূখ।
মেজবান চট্টগ্রামের ঐতিহ্য। নদিমপুর গ্রামের প্রবাসীরা প্রবাসে থেকেও সেই ঐতিহ্য লালনের প্রয়াসে অনুষ্ঠিত হয়েছে নদিমপুরবাসীর ঐতিহ্যবাহী মেজবান। পূনর্মিলনী অনুষ্ঠান যেন নদিমপুর গ্রামের প্রবাসীদের মধ্যে একখণ্ড গ্রামে পরিণত হয়। মেজবানের আয়োজকরা বলেন, নদিমপুর গ্রামের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই এই ধরনের আয়োজন সফল ভাবে সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। পরিচালনা পরিষদ মেজবানে অংশ নেয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সকালের নাস্তা, চট্টগ্রামের ঐতিহ্যবাহি মেজবান, ক্রিয়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও বিকেলের চা-নাস্তা। নদিমপুর গ্রামের সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত পরিবারসহ সর্বস্তরের গ্রামবাসীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন উভেন্টের মধ্যে ছিল মেয়েদের বালিশ খেলা, ছোট ও বড়দের দৌড় প্রতিযোগিতা, ছোট ও বড়দের ফুটবল গোলশর্ট, মহিলাদের বল নিক্ষেপ, বড়দের বল নিক্ষেপসহ ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ী ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।