কলমেঃ মুরাদ হাসান
যে মজলিসে ওঠে প্রিয় নবীর কথা,
সেখানে প্রেম ঝরে ফুলের মতো মধুরতা।
যেখানে গায় মুসল্লি’রা মদিনার গান,
সেখানে জুড়ায় খোদার দেওয়া এই ছোট প্রাণ।
আমি যদি হতে পারতাম সেই পথের ধুলো,
যেখানে নবী হেঁটেছেন আপন মনে কোমল পা তুলো।
আমি যদি হতাম সেই দিনের পাখি,
যে ডাকত রাসূলের বাড়ির কাছে একলা নিরবধি।
যে রাতের ঘুম মদিনার স্বপ্ন দেখাত,
আমার আঁখিও যদি সে ঘুমে ক্লান্তি মাখাত!
তবুও থাকতো অনন্ত তৃষ্ণা এই মনে,
নূরের নবীকে যদি দেখতাম একবার শয়নে।
ওগো আমার প্রেমময় রাসূল, প্রাণের নবী,
স্বপ্নে একবার এসো; দাও সোহবতের ছবি।
তখন-ই চেয়ে দেখিও এই অভাগার দিকে—
দিও শুধু একবার তবে নূরের হাসি,
সায়্যিদুল মুরসালীন…..
ওগো আল্লাহর প্রিয় হাবীব, তোমায় যে বড্ড ভালোবাসি!