০১- বসন্তের কোকিল-
বসন্তের কোকিল আসে ফিরে,
বছর ঘুরে ঘুরে।
বসন্ত কালে পাখিরাও সবাই,
বেড়ায় উড়ে উড়ে।
বসন্তের নতুন ফুলে ফুলে,
ছড়ায় ফুলের ঘ্রাণ।
ফুলের ঘ্রাণে বসন্ত কালে,
ভরে যায় সবার প্রাণ।
বসন্ত কালে কোকিল ডাকে,
কুহু কুহু কুহু করে।
কোকিলের গান বসন্ত কালে,
মন প্রাণ ষায় ভরে।
০২- ভাষার তরে দিলো যারা-
ভাষার তরে দিলো যারা,
অকাতরে জীবন দান।
রক্ত ঢেলে রাখলো তারা,
বাংলা ভাষারই মান।
বায়ান্ন সালের ফ্রেব্রুয়ারীর
একুশ তারিখ এলে।
সালাম বরকত রফিক জব্বার,
জীবন দিয়ে চলে।
০৩- শ্রদ্ধা জানাই-
ভাষার তরে নিজের জীবন,
করলো যারা দান।
তাদের আছে এই দেশেতে,
আর অনেক অবদান।
ফেব্রুয়ারীর একুশ তারিখ
ঢাকার রাজপথে।
রফিক জব্বার ছালাম বরকত
লড়ে এক সাথে।
মায়ের ভাষার প্রতি তাদের,
ছিলো অনেক টান।
মায়ের ভাষা রক্ষা করতে,
দিলো নিজের প্রাণ।
তাইতো মোরা প্রতি বছর,
আসি শহীদ মিনার।
ফুল আর ভালোবাসা দিয়ে,
তাদের শ্রদ্ধা জানাই।