কলমেঃ মোঃ মিলন হক
মৌসুমী বায়ুর আগমনী বার্তার তিথিতে,
শীত সিক্ত রুক্ষ ও পঙ্কিল বৃক্ষরাজি কে
সজীবতা দিতে; ফাল্গুনের আবহাওয়া মান
গগণে জমে থাকা,বৃষ্টির ফোটায় ফোটায়।
তোমাকে নিয়ে, বৃষ্টি বিলাশে মন মাতাতে চাই।
বৃষ্টিতে তোমার হাত ধরে,কৃষ্ণচূড়া রোডে; তোমাকে নিয়ে,বৃষ্টি বিলাশে মন মাতাতে চাই।
তোমার কাজল কালো খোলা চুলের, ভাঁজের
ফাঁকে ফাঁকে;বৃষ্টির ফোঁটা গুলো ঝর্ণার প্রবাহের মতো, গড়িয়ে পড়বে ভূপৃষ্ঠের পাদদেশে।
বৃষ্টি বিলাশে মেঘের গর্জনে যদি ভয় পাও।
আলতোভাবে জড়িয়ে ধরবে আমাকে।
আমার হিম শীতল বুকে তোমাকে জড়িয়ে নেবো।
তোমার কুন্তলে গুজে দিবো ছোট কুরচি ফুল।
আমাদের বৃষ্টি বিলাশ দেখে,খাঁচা হতে কোকিল পাখি কুহু ,কুহু,কুহু সুরে ডাক দিবে।
ময়না, টিয়া পাখি ও খাঁচা থেকে ঠোট বের করে, আমাদের বৃষ্টি বিলাশে মন মাতাতে চাইবে।