সুখের সূর্যোদয়
———————-
নষ্ট ভালোবাসার সয়লাব চারপাশ
মনের বদলে নয়
দেহের ভালোবাসায় মেতেছে অবুঝ সময়
ভোগ ও বিলাসের আড়ালে ভুল পথে
নিয়ে যাচ্ছে যুবতী না হওয়া মন
ফুল বৃষ্টির আশায় অদৃশ্য ধোকায়
বিরহের ঝড়ে পাড় করছে দুঃখের দিন
অজানা আড়ালে লুকিয়ে থাকা পাপে
ব্যথার সমীকরণে হচ্ছে দুঃখের সূর্যোদয়।
——————————-
স্বপ্নহীন পড় আছে মন
——————————–
গোধূলির পকেটে ডুকে গেছে বিকেল
আঁধার না আসার আগেই
উত্তরের হাওয়ায় বেড়েছে পাখিদের বিরহ
শীত নেমে আসা প্রকৃতিতে
শিমূল পলাশের কাটে না সুখের দিন
পরিত্যক্ত ভূমিতে সঠিক গন্তব্য নেই বলে
কল্পনার প্রচ্ছদে ভাসে না সুখের ছবি
নীরবতার ভীড়ে স্বপ্নহীন পড়ে থাকে মন।
————-
অনুভূতি
————-
অনুভূতির অ্যালবামে রেখেছি তোমার স্পর্শ
প্রতি বসন্তে তোমার অনুভূতি গুলো
সবুজ পাতার মতোন বেড়ে ওঠে
কথা শেষ হওয়ার আগেই তুমি ডুবিয়েছো সময়ের সূর্য
আমার স্বপ্নগুলো উড়িয়েছো দূর অজানায়
আামর কাননে সুখের প্রজাপতি নেই বলে
বিকেলের গোলাপে আসে না সৌরভ
ভরা বসন্তে হয়েছে স্নিন্ধতা অভাব
পলাশ রাঙা রোদেও মনের ক্যানভাস এঁকে যায় কষ্টের আল্গনা
ঘুম ভাঙা রাত শেষে ভোরের আকাশে ফোটে না সুখের আলো।